ফের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। প্রায় ৫৬ ঘণ্টা পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নামেন শ্রমিকরা। এখন শ্রমিকদের দাবি বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর সড়ক ছাড়বে।
এরআগে সোমবার দুপুর ২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা বেতন পরিশোধের আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে দেন। পরে মহাসড়কে গত ৫৬ ঘণ্টা ধরে আটকে থাকা যানবাহন চলাচল সচল হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকাল ৩টার দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল। এখন তারা আর আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।
(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)
মন্তব্য করুন