কৃষকের হাত বদলেই সবজির দাম বাড়ে কেজিতে ৪০-৫০ টাকা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

শস্যভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ। আর নওগাঁর বদলগাছীতে শীতের আগাম সবজির চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। আবার কেউ কেউ আগাম ফুলকপি, বাঁধাকপি, শিম, পটল, পালং শাক, লাল শাক ও মূলা বাজারে নিয়ে আসছে। কৃষকরা ভালো দাম পাচ্ছে। কিন্তু কৃষকের হাত বদলেই প্রতি কেজি শিম ৫০ আর মরিচ ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আজ বুধবার (১৩নভেম্বর) সকাল সাতটায় এবং বেলা সাড়ে তিনটায় বদলগাছী হাটখোলা বাজার ঘুরে দেখা যায়, পাইকারিতে কৃষকের হাত থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি মরিচ ১১০ টাকা, শিম ৮০ টাকায় কিনে একই বাজারে ১৬০ টাকা মরিচ আর ১২০ টাকায় শিম বিক্রি করছেন।

এভাবে এক হাত ঘুরেই প্রতিটি সবজির দাম বেড়ে যায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। পটল ৩২, মূলা ৩৩, লাল শাক ২০, পালং শাক ২৫, বেগুন ৪০, আর লাউ ২৫ টাকা পাইকারিতে কৃষকের কাছ থেকে কিনে পটল ৪০, মূলা ৫০, লাল শাক ৪০, পালংশাক ৫০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ ভোক্তা। কেউ কেউ অভিযোগ করছেন, বাজারে তদারকি নেই বলে এই অরাজকতা। কৃষকের হাত বদলেই কেজিতে ৪০-৫০ টাকা বেশি দাম মানতে পারছেন না ক্রেতারা। তারা বাজার মনিটরিংয়ের দাবি জানান।

উপজেলার সেনপাড়া গ্রামের কৃষক বাবু মণ পটল নিয়ে এসেছেন বাজারে। প্রতি কেজি ৩২ টাকা ধরে বিক্রি করেন। পারিচা গ্রামের কৃষক আনোয়ার হোসেন তিন মণ মুলা ৩৩ টাকা কেজি দরে বিক্রি করেন। তারা দাম ভালো পেয়েছেন বলে জানান।

কিন্তু তাদের কাছ থেকে নিয়ে দ্বিতীয় প্রায় দ্বিগুণ দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ‘বাজারে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আমরা বিষয়ে কাজ করছি।’

(ঢাকাটাইম/১৩নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা