ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৩:২২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি গোবরচাকা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাগরদীঘি বাজার থেকে নিজ বাড়ি ইন্দারজানি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন ফাহাদ। পরে নিহতের বড় ভাই শাহ পরান ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।

এ বিষয়ে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে দিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা