মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৯ লাখ টাকার চেক হস্তান্তর 

মো. স্বপন মজুমদার, বাহরাইন থেকে
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২২
অ- অ+

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণের জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন।

শুক্রবার স্থানীয় রাত ৯টায় দেশটির রাজধানী মানামায় কুকমেইল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়ার সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিঞ্চুপদ দেব ও সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর যৌথ পরিচালনায় এ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম হামিদ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন মো. আরিফ, আব্দুস সাত্তার, শামিম আহমেদ ওলি, দিলদার মাহমুদ, শাহ আলম, এম এম শামিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুহেল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিপু সুলতান, মোহাম্মদ রানা, নুরুল ইসলাম জুয়েল, অলক পাল, শেখ সিতু আহমেদ, আলাউদ্দিন আহমেদ, তারেক মিয়া, সামাদ আহমেদ প্রমুখ।

এ সময় মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের পক্ষ থেকে বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ ৫০ হাজার চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠান শেষে বাহারাইন প্রবাসীসহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাব্বির আহমেদ।

(ঢাকাটাটইমস/২৪নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা