উত্তরা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি মাসুদ সম্পাদক মানিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৭| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:০১
অ- অ+

দৈনিক ইনকিলাবের মাসুদ পারভেজকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের মানিক খানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট "উত্তরা প্রেসক্লাব" ২০২৪-২০২৫ ইং কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার রাসেল খান, নির্বাচন কমিশনার দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আশ্রাফ হোসেন ঢালি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেন জীবন।

শনিবার রাত ৮টায় রাজধানীর উত্তরা ভূতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্টে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন উত্তরা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান।

উক্ত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু (গ্লোবাল টেলিভিশন), সহ-সভাপতি জালাল উদ্দিন চৌধুরী (আনন্দ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন হাসান (আজকের পত্রিকা), সহ-সম্পাদক আরিফ হোসেন চৌধুরী দৈনিক যুগান্তর, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা দৈনিক মানবকন্ঠ, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ সিকদার (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক চপল সরদার (দৈনিক বাংলাদেশ সমাচার), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিক শিবলী (দৈনিক রূপালী বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ রানা (বিডব্লিউ নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন (দৈনিক আমার বাংলা), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক আজকের অগ্রবাণী)।

উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আরটিভির প্রতিনিধি তরিকুল ইসলাম, মোহনা টেলিভিশনের রিপোর্টার রাজু আহম্মেদ, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার জাবেদ আল মামুন, দৈনিক নতুন দিন পত্রিকার রিপোর্টার আমান, নয়া শতাব্দীর সাংবাদিক শেখ আরিফ, আমার সময় পত্রিকার রিপোর্টার নাজমুল, মাই টিভির মাহমুদা পুষনসহ আরো অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা