ফ্রান্সে চালু হলো ই-পাসপোর্ট

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫০
অ- অ+

সরকারের প্রবাসী-বান্ধব নীতিমালা অনুসরণ করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

রবিবার সকালে প্যারিসে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিতে মাননীয় প্রধান উপদেষ্টার অঙ্গীকার বাস্তবায়নে ফ্রান্সে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। আশা করা যায়, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে।

তিনি এ কার্যক্রম চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে ধন্যবাদ জানান।

দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ই-পাসপোর্ট কার্যক্রমের প্রকল্প পরিচালক ব্রেগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি। তিনি তার বক্তব্যে সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ই-পাসপোর্ট সেবা গ্রহণ করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যন্ত প্রায় ৫০টি বিদেশি মিশনে বাংলাদেশের ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা