নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৮| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫
অ- অ+

ডিসেম্বরের শুরু থেকেই আসি আসি করছে শীত। সেই অর্থে জেঁকে না বসলেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।

শনিবার সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, এর আগে সকাল ৬টায় এখানে ১০ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তিনি জানান, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে আসায় শীতের তাপমাত্রা আগামীতে আরও বাড়তে পারে। উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। তবে শনিবার ভোর ও সকালে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখাও মিলেছে। তীব্র শীতে গরম পোশাক গায়ে দিয়ে লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন।

(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা