নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি

ডিসেম্বরের শুরু থেকেই আসি আসি করছে শীত। সেই অর্থে জেঁকে না বসলেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে।
শনিবার সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, এর আগে সকাল ৬টায় এখানে ১০ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তিনি জানান, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে আসায় শীতের তাপমাত্রা আগামীতে আরও বাড়তে পারে। উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। তবে শনিবার ভোর ও সকালে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখাও মিলেছে। তীব্র শীতে গরম পোশাক গায়ে দিয়ে লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন।
(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন