এসডিজি সূচকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ: উপাচার্য আমানুল্লাহ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬
অ- অ+

এসডিজি সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার সকালে রাজধানীর লালমাটিয়ায় এসটিআই/এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশ কতৃক আয়োজিত ওইম্যানস ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, এমডিজিতে ভালো করলেও বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিগত সরকারের অদূরদর্শীতার কারণে বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, দেশে এইচআইভি এইডস এবং এসটিডি নিয়ন্ত্রণ কার্যক্রমে ভাটা পড়েছে। পরিবার পরিকল্পনায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ কার্যক্রমে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। যার সুদূর প্রসারী প্রভাব আগামীতে সমাজে পড়বে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

এছাড়াও তিনি দেশের বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের ভাটা পড়ায় শঙ্কা প্রকাশ করেন। বাল্যবিবাহ নিয়ন্ত্রণ ও দেশের জনগণের পুষ্টিমান উন্নয়নে বিভিন্ন সংস্থার উদাসীনতার সমালোচনা করেন উপাচার্য।

এসময় আন্তর্জাতিক মানদন্ডে তলানীতে পড়ে থাকা দেশের মানবসম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা