বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল হোটেল ম্যানেজারের

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুল মিয়া (৪২) নামে আবাসিক হোটেলের এক ম্যানেজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় শহরতলির মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের গেটে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের পর বিপুল মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
বিপুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আলমাস আলী।
তিনি বলেন, ‘দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্ক হয়। একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।’
তিনি আরও বলেন, ‘হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুজেট পাওয়া যায়নি। নিহত বিপুলের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম নেমে পড়েছে।’
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন