জবিতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব-রাব্বি

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৬| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একেএম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি।

মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আরও দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহসভাপতি মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, সহসাংগঠনিক মো. ফারুক ও রবিউল হাসান নয়ন, দপ্তর সম্পাদক কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু মুন্সী, অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল আমিন, সহঅর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. আসিফ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জাহিদ হাসান হিমেল, আইনবিষয়ক সম্পাদক তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক রিয়াদ হাসান।

সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ছাত্র অধিকার পরিষদ নামটার জন্মই হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ২০১৮ থেকেই কাজ করে যাচ্ছে এবং এখনও সেটা ধরে রেখেছে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের বিলিয়ে দিব, আগে যেমন কাজ করেছি ঠিক তার চেয়ে কয়েকগুণ বেশি দায়িত্ব বেড়ে গেল। আমাদের প্রধান শক্তিই আমাদের শিক্ষার্থীরা, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে চাই, তাদের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

নবনির্বাচিত সভাপতি একেএম রাকিব বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা যেভাবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি সেই ধারা অব্যাহত থাকবে। আমাদের সবচেয়ে বড় এজেন্ডা হলো অস্থায়ী আবাসনের ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সমস্যার স্থায়ী সমাধান।’

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা