৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার বলেন, 'আমরা ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুয়ায়ী। আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর এই ৮ দিন কুবিতে ছুটি থাকবে। এসময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।'
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে কি না এ ব্যাপারে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন।(ঢাকা টাইমস/১৮ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন