জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিরসহ ২০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সিন্ডিকেট সভা।

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে তাদের অবসর দেওয়া হয়েছে বলে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সিন্ডিকেটের ২৬৩তম সভায় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-১ অধিশাখার প্রজ্ঞাপনমূলে (২৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রি.) জারিকৃত সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭নং আইনের ৪৪ ও ৪৫ ধারা) অনুযায়ী ২৫ বছর চাকুরিপূর্তিতে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে অবসর প্রদান সংক্রান্ত বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি ক্ষেত্রে গ্রহণ ও চাকরি সংবিধিতে সংযোজন/অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় সিন্ডিকেট সভায় একজন শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।

অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ছাড়া বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মচারীরা হলেন-

মেজবাহ উদ্দিন পরিচালক, পরিবহন দপ্তর (রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. সাজেদুল হক, পরিচালক, অর্থ ও হিসাব দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. সিদ্দিকুর রহমান, পরিচালক, আইন বিষয়ক দপ্তর (চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); হোসনেয়ারা বেগম, পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. আবু হানিফ, পরিচালক, প্রকিউরমেন্ট এন্ড স্টোর দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মু. আখতারুজ্জামান, পরিচালক, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); আব্দুল মালেক সরকার, পরিচালক, প্রকাশনা ও বিপণন দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. আতাউর রহমান, পরিচালক, জনসংযোগ দপ্তর (বরিশাল আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এ এস এম রফিকুল আকবর, পরিচালক, কলেজ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); মো. হাছানুর রহমান, পরিচালক, শিক্ষক প্রশিক্ষণ দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); হাসান আমীর আহমেদ, পরিচালক, এস্টেট দপ্তর (রংপুর আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মো. শফিক উল্লাহ, পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তর (রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত); আ স ম আবদুল হক, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র; কাজী নাসির উদ্দিন, উপ-রেজিস্ট্রার, বরিশাল আঞ্চলিক কেন্দ্র; মন্নুজান বেগম, উপ-রেজিস্ট্রার, গ্রন্থাগার দপ্তর; ফাহিমা সুলতানা, উপ-রেজিস্ট্রার, প্রকাশনা ও বিপণন দপ্তর; মোহাম্মদ হোসেন, উপ-রেজিস্ট্রার, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং মো. আবদুস ছাত্তার, উপ-রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দপ্তর।

সিন্ডিকেট সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা