চট্টগ্রামে ঢাবির পিকনিকের বাসের ধাক্কায় মিনিবাসের ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১২| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩০
অ- অ+
দুর্ঘটনা কবলিত মিনিবাসটি

চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী পিকনিকের বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

রবিবার সকাল সাড়ে ৯টায় পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০)।

তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর পিকনিকের বাস এবং সেটির চালককে আটক করা হয়েছে।

জানা যায়, পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা হাসপাতাল এলাকায় যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চারজন।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হয়। গাড়ি ও চালককে আটক করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমণ্ডির ঘটনায় সমন্বয়কদের ছাড়িয়ে আনা হান্নান মাসউদকে শোকজ এনসিপির
বাংলাদেশি শিক্ষার্থী নাজাহ আনবারের মৃতদেহ যুক্তরাষ্ট্রে হাসপাতালের মর্গে, সন্ধান দিন পরিবারের
দেশের চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট যেভাবে কাজ করে, জানুন খরচ কত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা