কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ ঘরে গরুর খাবারের বস্তা থেকে কুড়া আনতে গেলে পাশে থাকা বিদ্যুৎতায়িত অটোরিকশার সংস্পর্শে যাওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবক হিরামন হাসপাতালে আনার পর মারা যান।(ঢাকা টাইমস/২০মে/এসএ)

মন্তব্য করুন