বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, আটক ৩ 

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
অ- অ+

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন দুই পাসপোর্ট যাত্রী মনোজ কুমার কর (৭০) ও তার মেয়ে অবন্তি কর (২৭)। এসময় তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী দুই যাত্রী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল কাদের (৩৩), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮)।

পুলিশ জানায়, রবিবার সকালে হৃদরোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের পাসপোর্টযাত্রী মনোজ কুমার কর ও তার মেয়ে অবন্তি কর। এ সময় কয়েকজন পাসপোর্ট দালাল তাকে ও তার মেয়েকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশে গলিতে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দালালচক্র পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে তারা পোর্ট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিনজনকে আটক করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলে আসা দুই পাসপোর্টযাত্রীর টাকা ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার কর বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকিদের আটক ও টাকা উদ্ধারে অভিযান চলছে। আটককৃতদের আজ বিকালে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদুল আজহায় বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা, ৫ টাকায় সাঈদ-মুগ্ধ, ১০০০ টাকায় স্মৃতিসৌধ
ধানমণ্ডির ঘটনায় সমন্বয়কদের ছাড়িয়ে আনা হান্নান মাসউদকে শোকজ এনসিপির
বাংলাদেশি শিক্ষার্থী নাজাহ আনবারের মৃতদেহ যুক্তরাষ্ট্রে হাসপাতালের মর্গে, সন্ধান দিন পরিবারের
দেশের চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা