নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৬
অ- অ+

ঘন কুয়াশার কারণে নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার ভোরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকা এবং নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হুসাইন (৩৫)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের ছেলে। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ঘন কুয়াশায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাধে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় উভয় পাশ থেকে তিন-তিনটি করে ৬টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ ৬-৭ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ট্রাকচালক হুসাইনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নাটোর-রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ হোসেন।

(ঢাকা টাইমস/২৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমণ্ডির ঘটনায় সমন্বয়কদের ছাড়িয়ে আনা হান্নান মাসউদকে শোকজ এনসিপির
বাংলাদেশি শিক্ষার্থী নাজাহ আনবারের মৃতদেহ যুক্তরাষ্ট্রে হাসপাতালের মর্গে, সন্ধান দিন পরিবারের
দেশের চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট যেভাবে কাজ করে, জানুন খরচ কত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা