শরীয়তপুরে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
অ- অ+

শরীয়তপুরে অটোরিকশাচাপায় শোয়াইবা নামে ছয় বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শোয়াইবা উপজেলার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা। এসময় হঠাৎ দ্রুতগতিতে একটি অটোরিকশা এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শোয়াইবার চাচা হিমেল সরকার বলেন, সকালে শোয়াইবা বাড়ির পাশের সড়কের পাশে খেলছিল। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আমার ফুটফুটে চাচ্চু মারা গেছে। আমি অটোরিকশা চালকের বিচার দাবি করছি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, সকালে চরমহিষকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কেউ যদি লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা