কুষ্টিয়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদের উপর রেলসেতুর নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার পরনে চেক লুঙ্গি, শার্ট ও কালো রঙের কোট রয়েছে। এছাড়াও বামহাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। রেলসেতুর নিচে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস জানান, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটা দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। রবিবারের রাতের কোনো একসময় ট্রেনে চলার সময় এ ঘটনা ঘটতে পারে।
(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন