মার্চ ফর ইউনিটিতে হুঁশিয়ারি

‘১৫ দিনের মধ্যে সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
অ- অ+

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র (প্রক্লেমেশন) পাঠ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি থেকে এ দাবি জানান নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা না করলে ছাত্রজনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। ছাত্রজনতার প্রতি অনুরোধ, আপনারা বিচার ও সংস্কার নিশ্চিত না করে রাজপথ ছাড়বেন না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা জুলাই ঘোষণাপত্রের কথা নিয়ে পাড়ায় পাড়ায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন এবং তাদের কথা তুলে আনবেন।

নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকারকে জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমাদের বলা হয়, নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন।

এদিকে ছাত্র-জনতার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে শহীদ মিনার। দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা শেখ হাসিনার ফাঁসি চেয়ে নানা স্লোগান দিচ্ছেন। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছেন।

মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এরই মধ্যে সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, সরকার জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেবে। পরে ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি থেকে সরকারকে ১৫ দিন সময় দেওয়া হলো ঘোষণাপত্র প্রকাশের।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/আরএইচ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা