নাশকতার প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক লুজ কানেকশনে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি

বাংলাদেশ সচিবালয়ে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়।’
তিনি জানান, প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গত বুধবার রাত দুইটার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাতে পানির পাইপ নিয়ে রাস্তা পারাপারের সময় সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার ট্রাক চাপায় মারা যান।
আগুনের ঘটনায় বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো তদন্ত কমিটি গঠিত হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন