রাঙ্গামাটিতে র‌্যালি ও রক্তদানে ভিডিপি দিবস পালিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
অ- অ+

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও পালিত হলো ভিডিপি দিবস-২০২৫। রবিবার (০৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন, বিপিএম বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় হতে রাঙ্গামাটি সদর জোন পর্যন্ত প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। ৩০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি রক্তদান করেন।

এসময় আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, ‘একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।’

জেলা কমান্ড্যান্ট সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করতে রাঙ্গামাটির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সার্কেল এ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ এবং বিভিন্ন উপজেলা হতে আগত কর্মকর্তা-কর্মচারী ও ১৫০ জন ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা