স্বার্থের ‘দানে’ শেখ রেহানার দুই মেয়ে লন্ডনে বাড়ির মালিক?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৩| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
অ- অ+

বলছি দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কথা। তাঁর এক সন্তান ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিকের বাড়ির খবর বের হতে না হতেই এবার বের হলো আরেক সন্তান আজমিনা সিদ্দিক রূপন্তির বাড়ি ‘উপহার’ পাওয়া কথা।

লন্ডনে টিউলিপ সিদ্দিককে যেমন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী ফ্ল্যাট উপহার দিয়েছেন, তেমনি আজমিনা সিদ্দিককেও ফ্ল্যাট উপহার দিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবী। দুটি খবরই এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, সানডে টাইমস ও দি টেলিগ্রাফে।

আজমিনা সিদ্দিক রূপন্তি শেখ রেহানার ছোট মেয়ে, বয়স এখন ৩৩। তিনি আবার বাংলাদেশে আওয়ামী লীগের নীতি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই’র একজন ট্রাস্টি। গত ১৫ বছর এই প্রতিষ্ঠানের নানামুখী কর্মকাÐ ছিলো রাজনৈতিক মহলে বহুল চর্চার বিষয়।

২০০৯ সালে বাংলাদেশে সবে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা। আজমিনা সিদ্দিক রূপন্তির বয়স তখন ১৮, অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন। তখনই তাকে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডে একটি ফ্ল্যাট উপহার দেন আইনজীবী মঈন গনি। এই আইনজীবী তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রধানমন্ত্রীর সাথে তার ছবিও প্রকাশিত হয়েছে। ফ্ল্যাটটি আজমিনা সিদ্দিক রূপন্তির নামে ব্রিটিশ ভূমি রেজিস্ট্রিতে নথিভুক্ত করার সময় এর কোন মূল্য দেখানো হয়নি।

ফ্ল্যাটটি রূপন্তির নামে হলেও একসময় সেখানে বসবাস শুরু করেন বড় বোন টিউলিপ সিদ্দিক। বিভিন্ন সময় টিউলিপ সিদ্দিক তাঁর বাসার ঠিকানা হিসাবে দিয়েছেন এই ফ্ল্যাটের ঠিকানা। এমনকি টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও এই ফ্ল্যাটকেই তার ঠিকানা হিসাবে ব্যবহার করেছেন। তখন লেবার পার্টি থেকে হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন এলাকার এমপি ছিলেন টিউলিপ সিদ্দিক।

আজমিনা সিদ্দিক টিউলিপ অবশ্য শেষ পর্যন্ত ফ্ল্যাটটি রাখেননি। ২০২১ সালে বাংলাদেশি প্রায় ১০ কোটি টাকার সমান ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে সেটি বিক্রি করে দেন।

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পূর্বাচল উপশহরে শেখ হাসিনা ও তাঁর পরিবারের যে ৬ সদস্যের প্রত্যেকে ১০ কাঠা করে প্লট পেয়েছেন, তাদের মধ্যেও আছেন আজমিনা সিদ্দিক রূপন্তি। এখানে তার ভাই রেদোয়ান মুজিব ববি ১০ কাঠার প্লট পেলেও তাদের মা শেখ রেহানা কিংবা বোন টিউলিপ সিদ্দিকের নামে কোন প্লট নেই।

শেখ হাসিনার প্রথম দফা প্রধানমন্ত্রীত্বের শেষ দিকে ২০০১ সালে রাজধানীর ধানমন্ডিতে ১০০ টাকার প্রতীকি মূল্যে শেখ রেহানাকে একটি বাড়ি ‘উপহার’ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

বিএনপি ক্ষমতায় এসে সেই বরাদ্দ বাতিল করলেও হাইকোর্টে এই আদেশের বিরুদ্ধে জয়লাভ করেন শেখ রেহানা। তবে তিনি আর সেই বাড়িটি নেননি। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এসে ২০১৪ সালে হাইকোর্টের সেই আদেশসূত্রেই ধানমন্ডির বদলে এক হাজার এক টাকার প্রতীকী মূল্যে শেখ রেহানাকে আরেকটি বাড়ি উপহার দেয়। তবে এখন সেটি সেনাবাহিনীর সম্পত্তি।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদায়ী ভাষণে ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের থেকে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন
বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা 
ফরিদপুরে চাঞ্চল্যকর ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাফুফে সভাপতির সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা