পল্লী উন্নয়নে নতুন সচিব, অবসরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
অ- অ+

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব হয়েছেন মো. নজরুল ইসলাম। বর্তমানে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করা হলো। এছাড়া তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা