নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার পৃথক নতুন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন—যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন।

বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এদিন সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলাগুলোর মধ্যে লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা