দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক  

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:১৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার ঘটনায় বিজিবি ও সাধারণ মানুষের বাধায় বিএসএফ অতিরিক্ত জনবল সরিয়ে নেয়াসহ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রেখেছে।

এ নিয়ে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এর আগে সীমান্তে বাংকার করে বিজিবি।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ থাকবে।

দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের মহদিপুর সীমান্ত এলাকায়। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে।

৫৯ বিজিবির অধিনায়ক জানান, পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর বিওপির বিএসএফ সদস্যরা মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির বিজিবি টহল দল বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

সীমান্তে বসবাসরত শাহিন ও কাওসার জানান, গত রবিবার (৫ জানুয়ারি) সীমান্তের ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায় বিএসএফকে। বিজিবি তাদের বাধা প্রদান করে। এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহযোগিতা করে। বিজিবির সাথে গত তিন ধরে সীমান্তে দেশ রক্ষার্থে কাজ করেন মানুষ। যদি বিএসএফ আবার এ ধরনের কাজ করতে আসে, মানুষ বিজিবিকে সহযোগিতা করবে।

গত দুই দিন সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান বিজিবি সদস্যরা।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা