চলছে ক্রাবের ভোটগ্রহণ, কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫১| আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫৫
অ- অ+

রাজধানীর সেগুনবাগিচায় চলছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির-২০২৫ নির্বাচনের ভোটগ্রহণ।

এ উপলক্ষে ক্রাব কার্যালয়ে প্রার্থী, ভোটার ও অন্যান্য সাংবাদিকদের আনাগোনায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে দুপুরের খাবার এবং নামাজের জন্য আধঘণ্টা বিরতি রয়েছে। এরপর ফের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের।

এদিন ভোটগ্রহণ কার্যক্রম শুরুর আগে থেকেই ক্র্যাব কার্যালয়ের সামনে আসতে থাকেন ভোটাররা। নির্ধারিত সময়েই অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সেখানে প্রার্থীদের পক্ষে অন্যান্য বিটের সাংবাদিকরাও কাজ করছেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা