'আহামরি খারাপ খেলিনি', ম্যাচ হেরে নাসুম আহমেদ
ঢাকার প্রথম পর্ব শেষে এখন চায়ের শহর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। ঢাকা পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছিল খুলনা টাইগার্সরা। তবে সিলেটে এসেই ছন্দ পতন ঘটলো। এই পর্বে হার দিয়ে শুরু করল মেহেদি হাসান মিরাজের দল। ধুঁকতে থাকা রাজশাহীর কাছে ২৮ রানে হেরেছে দলটি। তবে এই পারফরম্যান্সকে খারাপ মানতে নারাজ দলটির স্পিনার নাসুম আহমেদ।
ঢাকা পর্বে দুর্দান্ত শুরুর পর সিলেট পর্বে হার দিয়ে শুরু করল খুলনা। গতকাল (১০ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে বোলিং করে রাজশাহীকে ১৭৮ রানে থামায় খুলনা। জবাব দিতে নেমে ১৫০ রানের বেশি করতে পারেননি মিরাজ-নাসুমরা।
বোলিং নিয়ে ভুগতে থাকা রাজশাহীর বিপক্ষে খুলনার ব্যাটাররা এদিন নিজেদের তেমন একটা মেলে ধরতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন, সেটাও ৩০ বলে। ২৮ বল খেলে নাইম শেখ করেন ২৪ রান। দলের বাকিরা কেউই ২০ রান ছুঁতে পারেননি।
বোলিংয়েও নিজেদের ধারা বজায় রাখতে পারেনি খুলনা। নাসুম আহমেদ ছাড়া বাকি সবাই-ই ছিলেন বেশ খরুচে। তবে দলের এমন পারফরম্যান্সে হতাশ হচ্ছেন না নাসুম। পাওয়ারপ্লেতে কম রান আসা এবং মিডল ওভারে উইকেট হারানোকে হারের কারণ মনে করছেন অভিজ্ঞ এই স্পিনার।
নাসুম বলেন, ‘আসলে মোমেন্টাম হারিয়ে যায়নি। গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। এমন হইতেই পারে, একদিন এমন হইতেই পারে। আমরা আহামরি কোনো খারাপ খেলিও নাই। ১৮০ রান তাড়া করার মত ছিল। আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাওয়ারপ্লের ৫ থেকে ১০-১২ ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি। সেখানে আমরা একটু পিছায়ে গিয়েছি। সেখানে রান কম হওয়াতে শেষে পারা যায়নি।'(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এনবিডব্লিউ)
মন্তব্য করুন