ভাঙ্গুড়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু  

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:১৩
অ- অ+

পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে নিজের বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে জানান তারা।

নিহতের ছেলে মাহবুব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।

চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর সময় সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ভাঙ্গুড়া থানা-পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা