শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে: জবিশিস 

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৯| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। রবিবার গণঅনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

সোমবার দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ৪ দফা দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করে অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, শিক্ষক সমিতি মনে করে, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ এবং যৌক্তিক।

এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণঅনশন পালন করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করেন তারা।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অত্যাধুনিক প্রযুক্তির নতুন এক্সব্লেড PGM-FI আনল হোন্ডা, পারফরম্যান্স-স্টাইলের নিখুঁত সমন্বয়
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
অপারেশন ডেভিল হান্ট: নগরকান্দায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা