যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ নিয়ে যা বলল বিএনপি

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন নেতাকে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।
বিএনপি মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। ১৯৫৩ সাল থেকে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়ে আসছে।’
‘যদি কোনো ব্যক্তি, মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত’— বলা হয়েছে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানের সহ-সভাপতি, কংগ্রেস সদস্য বেন ক্লাইন (রিপাবলিকান) এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি (ডেমোক্রেট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও আমন্ত্রণ পেয়েছেন।
উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয়। ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ। ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এটি অনুষ্ঠিত হয়। এবার আগামী ৫-৬ ফেব্রুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগে এই অনুষ্ঠান পরিচিত ছিলো ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে। ১৯৭০ সালে নাম পাল্টে করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ১৯৫৩ সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। পরবর্তীতে তার উত্তরসূরিদেরও যোগ দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি/ডিএম)

মন্তব্য করুন