ইতালিতে সিলেট বিভাগ যুব পরিষদের আয়োজনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ২১:৪৩
অ- অ+

ইতালির পালেরমোতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট বিভাগ যুব পরিষদের আয়োজনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সিলেট বিভাগ যুব পরিষদ পালেরমোর সভাপতি আশাহীদ আহমেদ মোশাহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফ আহমেদ দিপুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ,গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচনা সভায় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বক্তব্য রাখেন ইসলাম খান, ফরহাদ আলী কটু, জাহিদ আহমেদ রুবেল, জোবায়ের হাসান রোশন ও কাজী ফয়জুন্নুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সিকান্দর মিয়া, পালেরমো বিএনপির সভাপতি লিটন মল্লিক,পালেরমো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন, শহিদুল ইসলাম রিফাত সহ দুর্বার যুব পরিষদ, ইউনাইটেড কালচারাল সোসাইটি, একতা পরিষদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন,ব্যবসায়ী কল্যাণ সমিতি, শ্রী লক্ষী নারায়ণ মন্দির এবং স্থানীয় ইতালিয়ান কমিউনিটির দুইজন কর্মকর্তা।

অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন যুব পরিষদের কামিলুর রহমান, ওয়ালিদুর রহমান সুহেল, শেখ আলমগীর,দুলাল চৌধুরী, সাব্বির আহমেদ জুয়েল, ছায়েদ মিয়া, জায়েদ মিয়া, জসিম উদ্দিন, পাভেল আহমেদ, হোসাইন আবুল, আব্বাস উদ্দিন, আনোয়ার মিয়া, সৈয়দ রাসেল,মিজান চৌধুরী, ফকরুল ইসলাম, আতাউর রহমান, সুজিত সূত্রধর, মাহবুবুর রহমান হেলাল ,আক্তার হোসেন, আসরব আলী।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী জাকির হোসেন, লাভলু মিয়া ,মোক্তার মিয়া,সাইফুর রহমান ,ভূপেন্দ্র সূত্রধর এবং স্থানীয় নৃত্য শিল্পী জুঁই ও প্রিন্সি নৃত্যের মূর্ছনায় উপস্থিত প্রবাসীদের মন জয় করে। অতিথি শিল্পী হিসেবে লন্ডন থেকে আগত বাপিতা, তানিয়া ও প্রীতম সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা