গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ২২:১৯
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গত দেড় যুগ ধরে চলা গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, গণতন্ত্রের পথে অভিযাত্রা শুরু হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের লড়াই সফলতার মুখ দেখবে।

তিনি বলেন, ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লব আমাদেরকে একটি সম্ভাবনার প্রবেশদ্বারে এনে দাঁড় করিয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির থানা সমূহের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত ধারাবাহিক কর্মী সভার আজ শেষ দিনে পল্টন, মতিঝিল, শাজাহানপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি ও শাহবাগ থানা বিএনপির কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, শেখ দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব চক্রান্ত রোধ করতে প্রয়োজন ঐক্যবদ্ধ অবস্থান। স্বৈরাচারের দোসররা নানাভাবে আমাদের ঐক্য ফাটল ধরাতে চাইবে তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।

নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তানভীর আহমেদ রবিন বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বলেন, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এদেশের আপামর জনগণের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর যুগ্ম আহ্বায়ক ও ৬নং সাংগঠনিক টিম প্রধান হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক টিম ১ এর প্রধান যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৪ প্রধান আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৩ প্রধান এডভোকেট মকবুল হোসেন সরদারসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাহাঙ্গীর টাওয়ারে আগুন: ভবনে ও রেস্টুরেন্টে অগ্নিনিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের  
তিতুমীর কলেজের দুই হলে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা