সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:১৪| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৮
অ- অ+

সাইবার বুলিংয়ের অভিযোগে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন সারজিস। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে, আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।

মামলার এজাহারে সারজিস বলেন, ২২ জানুয়ারি সকালে ফেসবুকে লগ-ইন করে দেখতে পাই ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা' এবং ‘ক্রিমিনালস ডিইউ’ নামক দুটি ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বানোয়াটভাবে আমার অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে।

ওই পোস্টের ক্যাপশন এবং এডিটেড চ্যাটের স্ক্রিনশটের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াটভাবে এবং চরম অসত্ভাবে মানহানির উদ্দেশ্যে অভিযোগ আনা হয়। এতে বলা হয়, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের চক্রান্ত করি। আমি আমার কাছের এক ছোট ভাইকে নাফিসা ইসলাম সাকাফির বিরুদ্ধে সাইবার বুলিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করি। এ ছাড়াও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নিজ সিদ্ধান্তে আমার সরে আসাকে সম্পূর্ণ মিথ্যাভাবে অর্থ আত্মসাতের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বলে প্রচার করা হয়।

সারজিস আরও উল্লেখ করেন, উল্লিখিত দুটি পেজ থেকে অনবরত আমার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট, কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এর মাধ্যমে দেশবাসীর কাছে আমার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন করেছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা