টিআর কাবিটা আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণ উপদেষ্টা 

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
অ- অ+

সরকারি বরাদ্দ টিআর-কাবিটা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিভিন্ন সময়ে আমরা দেখেছি সরকারি বরাদ্দ আসলে জনপ্রতিনিধিরা সেগুলো জনগণের মাঝে বিতরণ না করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে। তাই সকলের উদ্দেশে আমার জোরালো আবেদন কেউ যেন সরকারি বরাদ্দ টিআর-কাবিটাসহ যেকোনো ত্রাণ সামগ্রীর অপব্যবহার না করে। আর কারো বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা ফারুক ই আজম সকলকে আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেয়। বিশেষ করে সকল জেলা প্রশাসককে সরকারি সম্পদের সঠিক ব্যবহারের খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।

দুপুর ১২টায় সভা শুরু হয়ে ২টার দিকে শেষ হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। এছাড়া ছয় জেলার জেলা প্রশাসক ও খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা