স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মিরাজ

চলতি বিপিএলে নিজেদের শুরুটা দুর্দান্ত করে খুলনা টাইগার্স। তবে এরপরেই ঘটে ছন্দপতন। যার ফলে প্লে-অফে ওঠার কঠিন সমীকরণে সামনে দাঁড়িয়ে মিরাজ-আফিফরা। সমীকরণ মিলাতে ব্যস্ত খুলনা এবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে।
বরিশালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে মিরাজের দল। ওপেনিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন খুলনার অধিনায়ক। তবে তাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান বরিশালের পেসার এবাদত হোসেন। তবে বোল্ড হওয়ার পর মাঠেই বসে যান মিরাজ। তারপর তাকে স্ট্রেচারে করে প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হয়।
বোল্ড হওয়ার পর যখন মিরাজ উঠতে পারছিলেন না, তখন ফিজিও আনা হয় মাঠে। তবে তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন খুলনার অধিনায়ক।
এদিকে ইনজুরি কাটিয়ে আজই বিপিএলে খেলছেন এবাদত হোসেন। ২০২৩ সালে এসিএল ইনজুরিতে পড়েছিলেন ডানহাতি এই পেসার। আর সোমবার এই আসরে নিজের প্রথম ম্যাচেই তুলে নিলেন মিরাজের উইকেট।
এদিকে এবারের আসরে টিকে থাকার লড়াইয়ে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। তবে খুলনার শেষ চার নিশ্চিত করতে হলে বরিশালকে হারাতেই হবে।
৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মিরাজের খুলনা তালিকার পঞ্চম স্থানে আছে। আজ জিতলে তারা চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মতো ১০ পয়েন্ট অর্জন করে লড়াইয়ে ফিরবে।
(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন