বিশ্ব জলাভূমি শহরের স্বীকৃত পেল যে তিন ইরানি শহর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:০১
অ- অ+

ইরানের আরও তিনটি শহর রামসার জলাভূমি শহরের স্বীকৃতি পেয়েছে। বিশ্ব জলাভূমি শহরের মর্যাদা পাওয়া এই তিন শহর হলো— উত্তর মাজান্দারান প্রদেশের বাবোল, উত্তর গিলান প্রদেশের কিয়াশাহর এবং দক্ষিণ-পশ্চিম চাহারমহল-বাখতিয়ারি প্রদেশের গান্দোমান।

ইরানের পরিবেশ বিভাগের (ডিওই) কর্মকর্তা আরেজু আশরাফিজাদে জানিয়েছেন, ২০২২ সালে রামসার কনভেনশনের মাধ্যমে হরমোজগান প্রদেশের খোরখোরান আন্তর্জাতিক জলাভূমির কাছে অবস্থিত "বন্দর খামির" শহরকে ইরানের প্রথম জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আশরাফিজাদে আরও উল্লেখ করেন, একই বছরে ইসফাহান প্রদেশের পূর্বে অবস্থিত ভারজানে শহর এবং ইসফাহান প্রদেশের গাভখুনি আন্তর্জাতিক জলাভূমির কাছে অবস্থিত বন্দর খামিরকেও জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জলাভূমি সংরক্ষণের প্রতি শহরের প্রতিশ্রুতি, সচেতনতা, টেকসই অনুশীলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরিকল্পনায় জলাভূমি সংরক্ষণের একীকরণের মত বিষয়গুলি এই স্বীকৃতির পেছনে শক্তিশালী ভূমিকা রাখে। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা