ট্রাম্পকে মোদির ফোন, একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:১৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের ঠিক সাতদিনের মাথায় তাকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। তার ঐতিহাসিক দ্বিতীয় অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমরা একটি পারস্পরিক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।’

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গেই ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু বিশ্বনেতাই। শপথগ্রহণের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদিও। সাতদিন পর এবার তাকে ফোন করলেন তিনি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা