ছাত্র আন্দোলনে শহীদ সুমনের লাশ ১৭৪ দিন পর কবর থেকে উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ২০:০৫
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমন ইসলামের (২১) লাশ ময়নাতদন্তের জন্য ১৭৪ দিন পর কবর থেকে তোলা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর বকশীগঞ্জ কবরস্থান থেকে লাশটি তোলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থতিতে সুমনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুমনের পরিবার জানায়, আগস্ট সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এ সময় পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে ৭ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আমিননগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করা হয়।

সুমনের মৃত্যুর ঘটনায় গত সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা করেন তার মা কাজলী বেগম। সেই মামলার তদন্তের জন্য সুমন ইসলামের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার কবরস্থ করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আজিম উদ্দীন মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন,গত ডিসেম্বর মাসে মামলার প্রক্রিয়া শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদেশের চিঠি পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তোলা হয়।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা