ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি রফিক, সম্পাদক মামুন

ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে হাজী মো. রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইয়াকুব হোসেন।
বুধবার ঢাকা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট চলে। নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্ব পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান মুকুল।
ঢাকা বার এডভোকেটস্ ক্লার্ক অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২৬ সভাপতি প্রার্থী হাজী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক পেয়েছেন ২৫৫ ভোট।
নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন-
সহ-সভাপতি আমিনুল ইসলাম উজ্জ্বল পেয়েছেন ২৯৪, কোষাধক্ষ আমিনুল ইসলাম আমিন পেয়েছেন ৪০৯, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে আজাদ (শাহ আলম) পেয়েছেন ৩০৮, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব হোসেন পেয়েছেন ২৯৭, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব শিকদার রনি ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন