নগর ভবন এলাকায় ১৬২ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১০

শাহবাগ থানাধীন নগর ভবন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৬২টি চোরাই মোবাইলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে চোরাইকৃত মোবাইলসহ চক্রটিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি- দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম ডিএমপি গতরাতে শাহবাগ থানাধীন নগর ভবনের বিপরীত পার্শ্বের ওসমানি উদ্যানের ফুটপাতে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (৩৬), মো. আওলাদ হোসেন (৪০), আলম জমাদ্দার (৩৭), মো. বিজয় ছৈয়াল (১৮), মো. আকাশ (১৮), ওমর ফারুক (৩২), মো. রফিক (৪৮), নেহাল রহমান সবুজ (৩৫), মো. রাসেল ভূইয়া (৩০), মো. বাহার (৪৬)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের (ডিবি- দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন