বদলগাছীতে গভীর নলকূপ চালু না হওয়ায় সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯
অ- অ+

নওগাঁর বদলগাছীতে ইরি-বোরো আবাদের প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা। কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এখন পর্যন্ত চাঁপাইনগরের গভীর নলকূপটি চালু করেনি। গভীর নলকূপটি চালু না হওয়ায় এলাকার প্রায় ২০০ জন কৃষক ইরি-বোরো চাষাবাদ করতে পারছেন না। সেচ ও চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

স্থানীয়রা বলছেন, ২ নম্বর মথরাপুর ইউনিয়নের চাঁপাইনগর মৌজার জেএল নম্বর- ২৫, দাগ নম্বর- ২৯৪ স্থাপনকৃত বিএমডিএ গভীর নলকূপটি পরিচালনার জন্য গত ৩১ ডিসেম্বর ওই গ্রামের জোহানুর ইসলামকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ অপারেটর হিসাবে নির্বাচিত ঘোষণা করে। নবনির্বাচিত অপারেটর জোহানুর ইসলামকে বহাল রাখতে এলাকার ৭২ জন কৃষক স্বাক্ষর প্রদান করেন। কিন্তু একই এলাকার শামিউল ইসলাম নামে এক কুচক্রী ব্যক্তি সাবেক মথুরাপুর ইউপির চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু সহযোগিতায় আবারও এই নলকূপের অপারেটর বদলাতে চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

চাঁপাইনগর গভীর নলকূপের কৃষক ও বর্তমান মথুরাপুর ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ‘আমার ওই খানে ৭ বিঘা জমি রয়েছে। ওই নলকূপে এখনো কোনো সংযোগ পায়নি। তাই পানি না পাওয়ায় চাষাবাদ এখনো শুরু করতে পারিনি।

অপারেটর তো নিয়োগ হয়েছে তাহলে সংযোগ কেন হয়নি বলে প্রশ্ন করলে তিনি বলেন, শামিউল নামের এক কুচক্রী ব্যক্তির হয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরীর চাপে সহকারী প্রকৌশলী নব নিয়োগকৃত আপারেটরকে সংযোগের কাগজ দিচ্ছে না। তাই নলকূপটি চালু হচ্ছে না।’

কমিটির সভাপতি আক্কাস আলী সহ কৃষক নজরুল, তোফাজ্জল এনামুল বলেন, ‘এই নলকূপে বর্তমানে ১৬০ বিঘা জমি রয়েছে। সংযোগ না পাওয়ায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে কৃষকরা হতাশার মধ্যে রয়েছি। অপারেটর সহ আমরা কমিটির লোকজন ও এলাকার কৃষকরা সংযোগের জন্য কয়েকবার বরেন্দ্র অফিসের সহকারী প্রকৌশলীর কাছে গেলেও তিনি অপারেটর ঠিক রেখে টিপু চৌধুরীর পছন্দের ব্যক্তি শামিউলকে গভীর নলকূপটি পরিচালনার জন্য দায়িত্ব দিতে বলেন। তাতে আমরা রাজি হয়নি তাই সংযোগের কাগজ দিচ্ছে না।’

শামিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ‘আপনি বোঝেন না। আমার পেছনে কে আছে।

আপনার ওই নলকূপে নাকি ৫ কাঠা জমি রয়েছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো।

কোনো কৃষক তো আপনাকে চাচ্ছে না বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা সময়ে দেখা যাবে।

এ বিষয়ে মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, ‘আমি কারো পক্ষে সুপারিশ করিনি। তবে আমি উভয়কে মিলেমিশে গভীর নলকূপটি চালাতে বলেছি।’

চাঁপাইনগর গভীর নলকূপের সংযোগের কাগজটি কেন অপারেটরকে দিচ্ছেন না বলে জানতে চাইলে সেচ কমিটির সদস্য সচিব বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ইন্তেখাফ আলম (অঃদাঃ) বলেন, মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু চৌধুরী বলেছিলেন তাই। তার কথা মতোই কি আপনাদের অপারেটর নিয়োগ বা গভীর নলকূপের সংযোগের কাগজ দেওয়া হচ্ছে বলে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি আমাকে চার্জ করতে পারেন না।’

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ‘আমি সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেছি। ওইটার একটা কমিটি গঠন করা হয়েছে, আমি যতদূর শুনেছি। অপারেটর উনিই থাকবে, কমিটির মাধ্যমে পরবর্তী কার্যক্রম করা হবে।’

(ঢাকা টাইমস/৩১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা