ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মেহনতি দিনমজুর, শ্রমিকদের ন্যায্য পাওনা এবং মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে শ্রমের মূল্য পাওয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হলো ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফরমোনিক ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেড আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক এবং ফরমোনিক ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘শ্রমিকদের কথা চিন্তা করে আমরা শুরু থেকেই কাজ করছি। এবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। আজকের দিনে প্রকৌশলী হিসেবে বলতে চাই মেহনতি দিনমজুর, শ্রমিক এবং সকল ঠিকাদার তাদের ন্যায্য পাওনা বুঝে পাক। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তারাও তাদের ন্যায্য পাওনা বুঝে পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘একটা সময় ইমরাত শ্রমিকদের কোন সংগঠন ছিল না। তখন একজন শ্রমিক আহত হলে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হতো না। মারা গেলে পরিবারের পাশে কেউ দাঁড়াতো না। শ্রমিক ইউনিয়ন হওয়ার পরে এখন এমন পরিস্থিতি নেই। আমরা সব সময় সবাই মিলে কাজ করার জন্য উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন- ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান হিরু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার , রাজবাড়ী বিল্ডার্স লি. ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রোটারিয়ান মো. আবুল হাসান পিএইচএফ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন