আ.লীগের দুঃশাসন ভুলতে শত বছর লাগবে: হুম্মাম কাদের

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে দেশের মানুষের শত বছর লাগবে। শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর রাঙ্গুনিয়ায় এই প্রথম বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হলো। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হুম্মাম কাদের চৌধুরী।
বিএনপির এই কেন্দ্রীয় তরুণ নেতা বলেন, ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ কী জিনিস জাতি জেনে গেছে। আওয়ামী লীগের দুই গুণ- গুম আর মানুষ খুন।
নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের ঠাঁই নেই উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে এদেশের মানুষের শত বছর লেগে যাবে। তাদের পাশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ।
আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম বলেন, ‘তারা (আওয়ামী লীগ) রাজনীতিকে কলুষিত করে এদেশে প্রতিহিংসার রাজনীতি চালু করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যখনই ক্ষমতায় ছিল এদেশে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করেছে বিএনপি।’
অ্যাডভোকেট.কামাল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির নেতা মুহাম্মদ শওকত আলী নুর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, পৌর বিএনপির নেতা মো. খোরশেদ আলম, হেলাল উদ্দিন, মো. মসিউদ্দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহম্মদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ ফজলিল হক মিনা, সাবেক মেয়র নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল হক, উপজেলা ছাত্রদলের নেতা হারুন, আবু বক্কর প্রমুখ।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন