পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে পিটিয়ে হত্যা, ঘাতক মা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে তিন বছরের কন্যা শিশুকে পিটিয়ে হত্যা করেছেন তার মা। ঘাতক মায়ের নাম তাছনিম চৌধুরী ছোয়া (২২)। একই ঘটনায় আহত ওই নারীর ছয় মাসের আরও এক কন্যা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার রাতে খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার থানায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে শিশু আয়না নুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২টার পর তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ছয় মাস বয়সী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মুখমণ্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তাসনিম চৌধুরী ছোয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলেও জানান তিনি।
নিহতের মা সন্তানদের নিয়ে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। বাবা এসএম আতিকুল ইসলাম থাকেন সিদ্ধেশ্বরী। দাম্পত্য কলহের জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে মা এমনটি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন