অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২
অ- অ+

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি থেকে আটক করা হয়।

ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, ‘শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে। তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে।’

মামলা বা কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘এখনো সুর্নিদিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। তবে পরে বলা যাবে।’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও দলটির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা