সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ফের আগুন-লুটপাট

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের বাড়িতে আবারও আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
একই সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়িতেও লুটপাট করে আগুন দেওয়া হয়েছে।
এর আগে শেখ হাসিনার পতনের পর গত ৫ থেকে ১০ আগস্ট পর্যন্ত শ ম রেজাউল করিমের বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
এ ছাড়া একই সময়ে জেলার কাউখালী, নেছারাবাদ, মঠবাড়িয়া ও ইন্দুরকানীতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও।
(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন