জবির চার ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স), 'বি' ইউনিট (কলা ও আইন), 'সি' ইউনিট (ব্যবসায় শিক্ষা) ও 'ডি' ইউনিটের (সামাজিক বিজ্ঞান) প্রবেশপত্র ডাউনলোড শেষ হচ্ছে সোমবার (১০ ফেব্রুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের 'ই' ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে চার বছর পর স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি।
১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।
(ঢাকা টাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন