রাজধানীতে ডিবি পরিচয়ে দলবলসহ ডাকাতিতে যুবলীগ নেতা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮
অ- অ+

গোয়েন্দা পুলিশ বা ডিবি পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন যুবলীগের এক নেতা। নাম বেলাল চাকলাদার। তিনি মতিঝিল ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ডাকাতির অভিযোগে বেলালসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি ১১ জন হলেন- মো. মঞ্জু, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. জাহিদ, জাকির প্রকাশ তৌহিদ, ইসমাইল হোসেন, হিরা শেখ, মো. রফিক, মো. বাধন, চাঁন মিয়া ও আসলাম খাঁন।

যুবলীগ নেতা বেলালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা মামলা রয়েছে। অভিযোগ আছে, রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতিতে জড়িত তিনি।

পুলিশ বলছে, শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত ১২ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি করা ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, মুন্সিগঞ্জের একটি কারখানায় ৩০ লাখ টাকার সয়াবিন তেল ৮ লাখ টাকায় বিক্রি করে ডাকাত দলের সদস্যরা। ডাকাতির সঙ্গে যুবলীগের এক নেতা জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ডিসি মাসুদ আলম বলেন, গত ২ ও ২২ জানুয়ারি ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি ট্রাকে ৭৫ ড্রাম, আরেকটি ট্রাকে ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল। চট্টগ্রাম থেকে সয়াবিন তেলবোঝাই করে উত্তরবঙ্গে যাওয়ার পথে ঢাকায় এই দুটি ডাকাতির ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ডাকাতির ঘটনার ধরণ একই রকম।

প্রথমে সাদা মাইক্রোবাস দিয়ে ট্রাক দুটির গতিরোধ করা হয়। পরে ডিবি পরিচয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করা হয়। এ সময় তাদের সঙ্গে লেজার লাইট, ওয়াকিটকি ছিল। ডাকাতির পর একটি ট্রাক নিয়ে যাওয়া হয় মুন্সিগঞ্জ এলাকায়, অন্যটি নিয়ে যাওয়া হয় পূর্বাচল এলাকায়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ডাকাতির পর চালকদের রাস্তায় ফেলে দেওয়া হয়। মুন্সিগঞ্জের একটি কারখানায় ৩০ লাখ টাকার সয়াবিন তেল মাত্র ৮ লাখ টাকায় বিক্রি করে ডাকাত দলের সদস্যরা।

ডিসি মাসুদ আলম আরও বলেন, ‘গ্রেপ্তার জাকির প্রকাশ তৌহিদ ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা