বিমানবন্দর রেলস্টেশনে জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
অ- অ+

ট্রেনে করে কুমিল্লা থেকে ঢাকার তেজগাঁওয়ে বাবার বাসায় আসছিলেন সন্তানসম্ভাবা রুমা আক্তার। বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে নামেন তিনি। ঠিক তখনই ওঠে প্রসব বেদনা। এগিয়ে আসে রেলওয়ে পুলিশ। তাদের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই রুমা জন্ম দেন ফুটফুটে এক কন্যাশিশুর।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা রুমা আক্তার জানান, তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তানসম্ভাবা হওয়ায় তেজগাঁওয়ে তার বাবার বাড়ি আসছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা এসে স্টেশন থেকে তাকে নিতে আসার জন্য রওনা দিয়েছিলেন বলেও জানান তিনি।

মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা