টিএসসি থেকে ঢাবি ছাত্রলীগ নেতা লিপ্টন আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১

ছাত্রলীগের ঢাবি শাখার উপ নাট্য ও বিতর্ক সম্পাদক লিপ্টন ইসলামকে আটক করেছে পুলিশ। এদিন সন্ধ্যায় টিএসসি থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকের পর ছাত্রলীগ নেতা লিপ্টনকে আটকের পরে শাহবাগ থানায় আনা হয়েছে। জুলাই আগস্টের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন